মহেশখালীতে টমটমের টোল আদায় করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালী উপজেলার ছোট মহেশখালী লম্বা ঘোনা বাজারে টমটমের পালটাপাটি টোল আদায় কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় চেয়ারম্যান’সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার সাড়ে ৫ টার দিকে ছোট মহেশখালী লম্বা ঘোনা বাজারে টমটমের টোল আদায় কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ও মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা যায়, ছৈয়দুল করিম এর টোল আদায়ে একপর্যায়ে কতিপয় দুস্কৃতিকারী টোলের কর্মচারীদের উপর হামলা চালায় এতে চেয়ারম্যান রিয়ান সিকদার গুরুতর আহত হলে কামাল সিকদার, জাহেদ সিকদার, নবীর ইসলাম, হেলাল উদ্দিন, তারেক, নুরুল ইসলাম, অপরপক্ষের এনামুল করিম, মোজাম্মেল, আবু বক্কর, আব্দুল করিম, ছৈয়দুল করিম আহত হয়। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই জানান ছোট মহেশখালীতে টমটমের মালিক সমিতির নেতৃত্ব’কে কেন্দ্র করে হেলাল ও মোজাম্মেল দুজনের মধ্যে এ ঘটনার সূত্রপাত। মামলা প্রক্রিয়া দিন রয়েছে।
(জেএস/এসপি/মে ২১, ২০২২)