সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ মে) বেলা ১২ টার দিকে খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ খোকশাবাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান রাশিদুল হাসান।
নিহত শিশু দুটি খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী গ্রামের মোঃ মোহাম্মাদের ছেলে মাহিম (৮) ও কোরবান আলীর ছেলে তামিম (৬)।
এ ঘটনায়,সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, বেলা ১২ টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সেখানেই ডুবে মারা যায়।
পরবর্তীতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
(আই/এসপি/মে ২০, ২০২২)