সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী ও এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক আহত হয়েছেন।
বুধবার (১৮ মে) সকালে সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মাহসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (৩৭) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মুলিবাড়ী এলাকায় অটোভ্যানটি মহাসড়ক পার হচ্ছিল। এ অবস্থায় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় একজন নারী ও শিশু। আহত হয়েছেন ভ্যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(আইএইচ/এএস/মে ১৮,২০২২)