‘দেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন সাধিত হয়নি’
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মতো না। তিনি কানেও শোনেন চোখেও দেখেন।
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে তামাই বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ পাওয়ালুম অ্যান্ড হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইনু বলেন, প্রধানমন্ত্রীর কর্মতৎপরতার কারণে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন সাধিত হয়নি।
তিনি আরও বলেন, আজকের জনসভায় আমি আপনাদের কাছ থেকে এই তাঁতশিল্পের যে সমস্যার কথা শুনলাম তা প্রধানমন্ত্রীকে অবহিত করবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, বাংলাদেশ পাওয়ালুম অ্যান্ড হ্যান্ডলুম অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামাল বদি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, তাঁত ব্যবসায়ী ফজলার রহমান তালুকদারসহ স্থানীয় তাঁতিরা বক্তব্য দেন।
(ওএস/এএস/মে ০৬, ২০২২)