সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্বর সংলগ্ন রাস্তার পাশে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ সোহেল রানা (২৫) কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার ডগ্রপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্যাব-১২'র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে গোলচত্বর সংলগ্ন রাস্তার পাশে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ১৮ (আঠার) কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
(বিপি/এসপি/মে ০৫, ২০২২)