মহেশখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অস্ত্র আইনে দশ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল গ্রামে পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোহাম্মদ সরওয়ার (২৮)। সে নুরুল আমিনের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাখাওয়াত হোসেন ও এএসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সরওয়ারকে আটক করে। সে অস্ত্র আইনের ১৯ এর (A) (f) ধারায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
(জেএস/এসপি/এপ্রিল ২৯, ২০২২)