ঈদের পোশাক পেলেন গোপালগঞ্জের ৫০০ জন বীর মুক্তিযোদ্ধা

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৫শ বীর মুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ী বিতরণ করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মুকুসুদপুর উপজেলার বনগ্রাম বাজারে বঙ্গবন্ধু মাঠে এসব লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়। অগ্রণী ব্যাংকের পরিচালকের পক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফিরোজ খান উপস্থিত থেকে এসব ঈদ পোষাক বিতরণ করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, অগ্রণী ব্যাংক বনগ্রাম শাখা ব্যবস্থাপক সঞ্জয় বাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(টিকেবি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)