সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : মূল্য তালিকা না থাকায় সিরাজগঞ্জের রোডে মায়ের দোয়া ফল ভান্ডার আড়ৎ সহ তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড এলাকায় মায়ের দোয়া ফল ভান্ডারে মূল্য তালিকা না থাকায় ৩হাজার, ফুট ভিলেজের সামনে গোলাম স্টোরকে ১ হাজার ও ৮০০গ্রাম ওজনের দইয়ের জায়গা ৬০০ গ্রাম দই থাকায় রুপালী হোটেলকে ৩হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
(আইএইচ/এএস/এপ্রিল ২৮, ২০২২)