সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : যৌন উত্তেজক অননুমোদিত ঔষধ বিক্রয় করায় সিরাজগঞ্জের সদর উপজেলার কান্দাপাড়া রহিম স্টোরসহ তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের সদর ও বেলকুচি উপজেলায় এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি জানান, বুধবার সকালে সদর উপজেলা কান্দাপাড়ার রহিম স্টোরকে ১০ হাজার এবং অভিযোগের ভিত্তিতে স্টেশন বাজারে রত্না ভান্ডার ও বেলকুচি উপজেলার সোহাগপুর মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
(আই/এসপি/এপ্রিল ২৭, ২০২২)