উল্লাপাড়ায় মডেল মসজিদ নির্মাণকাজের ভিত্তিফলক স্থাপন
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিফলক স্থাপন করলেন সংসদ সদস্য তানভীর ইমাম।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় এউ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিফলক স্থাপন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি তানভীর ইমাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী একজন ধার্মিক ব্যক্তিত্ব। এ জন্য তিনি প্রতি উপজেলা ও ইউনিয়নে মসজিদ তৈরি করে দিচ্ছেন। তবে ইসলামে জঙ্গিবাদের আশ্রয় নেই। জালসা বা মসজিদে খোৎবায় সরকার বিরোধী বক্তব্য না দেয়ার আহবান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।
(আইএইচ/এএস/এপ্রিল ২৬, ২০২২)