ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে আজ রবিবার বিকালে জগৎগাতী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টারের নামে  কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান খান ফজলু, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, শহিদুল আলম মেম্বর, আব্দুল আজিজ মেম্বর, মন্নাফ খন্দকার, মেম্বর, আব্দুল ওয়াহাব তালুকদার, এমদাদুল হক, মুকুল মাস্টার, আনান বাউল, আবুল কালাম আজাদ, সেলিম রেজা, আরমান আলী, মহব্বত আলী, জনগণ স্বীকৃত মুক্তি্যোদ্ধা আব্দুল মালেক খন্দকার, বিমল কুমার রবিদাস, মাসুদ মাস্টার এবং গণহত্যা অনুসন্ধান কমিটি, শহিদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

(আই/এসপি/এপ্রিল ২৪, ২০২২)