সিরাজগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার জরিমানা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : পারফিউমের মেয়াদ না থাকায় সিরাজগঞ্জে এনরিচ শোরুমসহ ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জের পৌর এলাকার বড় বাজারে এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি জানান, রবিবার সকাল ১০টা থেকে শহরের বড় বাজার এলাকায়, মূল্য ট্যাগ না রাখায় বাবুল সু স্টোরকে ২ হাজার, পারফিউমের মেয়াদ না থাকায় এনরিচ শো রুমেকে ২ হাজার, কসমেটিক আমদানিকারকের স্টীকার না থাকায় মুক্তা স্টোরকে ২ হাজার, বোরহানি সঠিকভাবে সংরক্ষণ না করায় হাজি বিরিয়ানিকে ২ হাজার , এবং পচা খেজুর বিক্রির জন্য পরিতোষ ও তাছিরকে ২ ও ৩ হাজার করে মোট ৬ প্রতিষ্ঠানের উপর অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
(আই/এসপি/এপ্রিল ২৪, ২০২২)