সেন্সর বিহীন চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে জনতা সিনেমা হলে সিলগালা
পিরোজপুর প্রতিনিধি : সেন্সর বিহীন চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে পিরোজপুরে জনতা সিনেমা হল নামের একটি প্রেক্ষাগৃহ বন্দ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৯টার দিকে শহরের পৌরসভা সড়কে জনতা সিনেমা হলে অভিযান চালিয়ে সেন্সরবিহীন একটি ইংরেজী ছবি প্রদর্শন কালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম সাদেক তানভীর চলচ্চিত্র সেন্সর আইনের ৮/১ ধারায় ছবিটি জব্দসহ তাওহিদ ও কালু নামের দুই মেশিন অপারেটরকে আটক করে।
এসময় এ সেন্সর বিহীন চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগে ওই অপারেটরের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। এ সময় সিনেমা হলের প্রদর্শনের লাইসেন্স নবায়ন না থাকায় সিনেমা হলটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
(এসএ/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)