গোপালগঞ্জে ঈদ উপহার পেলেন সাড়ে ৬ হাজার মানুষ
.jpg)
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ উপজেলায় সাড়ে ৬ হাজার ঈদ-উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সাড়ে ৪ হাজার অসহায় ও দরিদ্র মানুষের হাতে ঈদ উপহারের শাড়ী ও লুঙ্গি তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২ হাজার অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার তুলে দেয়া হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোঃ বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, আওয়ামী লীগ নেতা মুত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান উপস্থিত ছিলেন।
পরে দুপুর দেড়টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আড়াই হাজার অসহায় মানুষের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
এসময় কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন, সাবেক পৌর মেয়র অহেদুল ইসলাম হাজরা, সরকারি কৌশূলী (জিপি) সরদার দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়া এ দিন কাশিয়ানী উপজেলায় আরো ২ হাজার দরিদ্র মানুষের হাতে ঈদ পোশাক তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।
(টিকেবি/এসপি/এপ্রিল ২৩, ২০২২)