টুঙ্গিপাড়ায় ঈদ উপহার পেল ৩ শ’ এতিম শিশু
.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : ঈদের আগেই উপহার পেয়ে অত্যন্ত খুশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩শ’ এতিম শিশু।
মঙ্গলবার দুপুরে পূনর্বাসন কেন্দ্রের অর্থায়নে এতিম শিশুদের ঈদ বস্ত্র ও কসমেটিক্স উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে থ্রি পিস, জুতা, সাবান, তেল, শ্যাম্পু, পেস্ট, পাউডার, মেহেদী সহ বিভিন্ন প্রসাধনী।
খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন।
শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপজাতি এতিম উমেচিং, সীমিউ, সুবর্ণা, মাকসুদা, রোজিনাসহ অনেকে বলেন, এবার ঈদের এতো আগেই উপহার পেয়ে আমরা খুবই খুশি। এ উপহার আমাদের ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, শেখ রাসেল শিশু দুস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজসেবা অফিসার মানব রঞ্জন বাঁছাড় প্রমুখ বক্তব্য রাখেন।
পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজ সেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড় বলেন, প্রতিবছর এতিম শিশুদের ঈদ বস্ত্র উপহার দেওয়া হয়। এ বছরের ঈদে তাদের পোশাকের পাশাপাশি কসমেটিকসও উপহার দেওয়া হয়েছে। তাই ঈদ উপহার পেয়ে খুবই খুশি তারা।
(টিকেবি/এএস/এপ্রিল ১৯, ২০২২)