মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার শেষ হলো তিনদিনব্যাপী মুকাভিনয় কর্মশালা। ‘অস্পর্শিত স্পর্শের সন্ধানে’- এই শিরোনামে মাগুরার সারথি মাইম থিয়েটার আয়োজিত মুকাভিনয় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  মাইম দল মিমিকের প্রতিষ্ঠাতা  নির্দেশক রণেন চক্রবর্তী।

মাগুরা সরকারি কলেজ দর্শন বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত তিনদিনের এ কর্মশালায় জেলার ত্রিশজন মাইম শিল্পী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার দুপুরে শেষ হয়েছে এ কর্মশালা। শিকদার মঞ্জুর আলমের সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার সেন্টার ফর মাইম এন্ড পেন্টোমাইম এর চেয়ারম্যান অশোক মুখার্জী, সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ, ফরিদপুর থিয়েটারের সভাপতি শাহ ম. কাজী আমিরুল ইসলাম রুমি, অধ্যাপক খান শফিউল্লাহ, মাইম শিল্পী দেলোয়ার হোসেন খান রিপন, অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা প্রমুখ। কর্মশালা শেষে অংশগ্রহণ কারিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

(ডিএস/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)