‘এই সরকার কোন আইন মানে না’
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এই সরকার কোন আইন মানে না। সরকার নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখেছে। আমরা জণগণের অসুবিধা করতে চাই না। কিন্তু আপনারা আমাদের জেলে ভরে শান্তিতে থাকবেন তা হতে পারে না।
শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর যুবদল আয়োজিত এক মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল রাজ বন্দিদের মুক্তির দাবিতে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।
বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন বলেন, দরকার হলে রাজধানী অচল করে দিয়ে নেতাদের জেল থেকে বের করে আনা হবে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক নাজিম উদ্দিন আলাম, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
(ওএস/এইচআর/এপ্রিল ২৬, ০১৪)