আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) জানিয়েছে।

ওই অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত বলে সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে।
এই ভাইরাসের আক্রমণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা লাইবেরিয়ার। সেখানে ইবোলা ভাইরাস সংক্রান্ত কারণে ১,৮৩০ জনের মৃত্যু হয়েছে।

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভাইরাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইবোলা ভাইরাসকে ‘বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ’ হিসেবে অভিহিত করেছেন।

চলতি বছরের নভেম্বরের মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, গিনি ও লাইবেরিয়ার দুইটি নতুন জায়গায় ইবোলার প্রাদুর্ভাব দেখা গেছে। গত সাতদিনের মধ্যে দেশ দুইটিতে এই প্রথম নতুন করে ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেল।

অন্যদিকে, ইবোলা মোকাবেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীরাও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

এ পর্যন্ত ৩৭৫ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২১১ জন স্বাস্থ্যকর্মী ইবোলা সংক্রমণে মারা গেছেন।

এদিকে, আক্রান্ত দেশগুলোর নাজুক চিকিৎসা ব্যবস্থার কারণে এই ভাইরাস মোকাবেলা কঠিন হয়ে পড়েছে।

আক্রান্ত দেশগুলোতে, বিশেষ করে লাইবেরিয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র স্থান সংকট।

পরিস্থিতি মোকাবেলায় লাইবেরিয়ায় তিন হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গঠন করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। সূত্র : বিবিসি

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)