রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মোটরবাইক নেই বিল আছে, কাজ নেই ঘুষ আছে, অফিসের প্রয়োজনীয় দ্রব্যাদি নেই ভাউচার আছে, যান না কোথাও টিএডিএ আছে-এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতিতে ভরা এখন রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ২০১৩-১৪ অর্থ বছরে টিউবয়েল এসেছে ১৫টি সেগুলো বিতরণ হয়েছে। আগের মতো লেট্রিনের রিং-স্লাবও আর তৈরি হয় না।

ফলে কর্মকর্তা-কর্মচারীরা মাসের পর মাস ধরে অলস বসে আছেন। কাজ নেই তাতে কি! ঘুষ কিন্তু আছে। উপকারভোগীদের নিকট থেকে নয়; স্বয়ং ওই অফিসের কর্মচারীদের নিকট থেকেই ঘুষ নিচ্ছেন দায়িত্বরত উপপ্রকৌশলী মাজেদুর রহমান। এমন অভিযোগ করেছেন রুবেল মিয়া নামের এক নলকুপ মেকানিক।

মাজেদুর রহমান ১ জুলাই থেকে রৌমারী অফিসের দায়িত্বে আছেন। তার প্রকৃত কর্মস্থল রাজিবপুরে। অভিযোগ রয়েছে, মাসে দু’একদিন রৌমারীতে আসেন শুধুমাত্র বিল-ভাউচার করার জন্যে। তার স্বাক্ষরিত কয়েকটি ভাউচার থেকে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে অফিসের ফ্লাক্স, গ্লাস সেট, কাপ সেট, মগ, এনার্জি বাল্ব, হোল্ডার, কম্পিউটর কম্পোজ, ক্যালকুলেটর কেনা বাবদ ৫টি ভাউচারে ৫ হাজার টাকা বিল করেছেন। কিন্তু বাস্তবে সেগুলো অফিসে পাওয়া যায়নি।

কর্মচারীরা জানান, নিজের পকেটের পয়সা খরচ করে তারা, বৈদ্যুতিক বাল্ব, প্লেট, গ্লাস ক্রয় করেন। পাশাপাশি মোটরবাইক অকেজো হয়ে পড়ে আছে ১০ বছর ধরে। কিন্তু এর মেরামত ও পেট্রল বিল করা হয়েছে ১৩ হাজার টাকা।

এ বিভাগে নলকুপ মেকানিক থাকার কথা ৪জন আছেন ১জন। সিসিটি নেই। উপসহকারী প্রকৌশলী নেই। তবে বিএস ৪ জনের মধ্যে সবাই আছেন। এবার রিং-স্লাবের বাজেট পাওয়া যায়নি। তবে ১৫টি টিউবয়েল এসেছে আরও ১৫টি আসার কথা রয়েছে। অপরদিকে রৌমারী-রাজিবপুর মিলে প্রায় ৩ কোটি টাকার ওয়াশ ব্লোকের কাজ চলছে। সেগুলো করেন ঠিকাদারের মাধ্যমে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে কাজ নেই বললেই চলে। তাই অলস সময় কাটান তারা। বাজেট নেই তাই উপকারভোগীদের নিকট থেকে উপড়ি নেয়ার পথ বন্ধ। তাই কর্মচারীদের বোনাস থেকে ২ হাজার করে টাকা চেয়েছেন উপপ্রকৌশলী। নচেৎ বিলে স্বাক্ষর করবেনা তিনি।

এ ব্যাপারে মাজেদুর রহমানের সাঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

(আরএইচএস/এটিআর/সেপ্টেম্বর ২৬, ২০১৪)