মাগুরা প্রতিনিধি: দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত পরিষদ মাগুরা জেলা শাখা।

বিকাল ৪টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ওই সম্প্রদায়ভূক্ত শতাধিক লোক অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি স্বপন দাস, সম্পাদক জগন্নাথ দাস, কেন্দ্রীয় নেতা রতিকান্ত দাস সহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।


(ডিসিি/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৮)