মালয়েশিয়ায় পাচারকালে সোনাদিয়ায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহেশখালী সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র মহেশখালী সোনাদিয়া দ্বীপে জড়ো করে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই জানান, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্তত শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
(জেএস/এসপি/মার্চ ২১, ২০২২)