কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে সকালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহেদ হোসেন বাপ্পী (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।
আজ শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত স্কুলছাত্র শাহেদ হোসেন বাপ্পী রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার শামশুল আলমের পু্ত্র।
বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সকালের দিকে স্কুলছাত্র সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর প্রবল স্রোতের টানে ভেসে যায় তারা। লাইফগার্ডের কর্মীরা বন্ধুকে উদ্ধার করতে পারলেও সাঈদকে খুঁজে পায়নি। প্রায় দুই ঘণ্টা পর ভেসে যাওয়া স্থানের কিছু দূরে মরদেহটি ভেসে উঠে।
বন্ধুর উদ্ধৃতি দিয়ে বিচকর্মী মাহবুবুর রহমান আরো জানান, সাঁতার না জানায় টিউব ভাড়া করে সাগরে নামে। কিন্তু ঢেউয়ের তোড়ে টিউব হাতছাড়া হয়ে গেলে সাগরের গভীরে তলিয়ে যায় সে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, সাগরে ভেসে গিয়ে নিহত স্কুলছাত্র বাপ্পির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(জেএস/এসপি/মার্চ ১১, ২০২২)