রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে কলেজছাত্রী গণধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের ২ নং ওয়ার্ডবাসী। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চত্ত্বরে সংক্ষিপ্ত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক ও পৌর কাউন্সিলর এএফএম শাহাজাহান।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাজবাড়ীর বিনোদপুর গ্রামে একটি পরিত্যক্ত খালি ঘরে একদল দুর্বৃত্ত কলেজছাত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় এলাকাবাসী খুবই উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কলেজ ও স্কুলগামী মেয়েরা বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছে না। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। ভবিষ্যতে যাতে বখাটেরা এমন ঘটনা ঘটাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানানো হয়।

(এসএসসি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)