মাগুরা প্রতিনিধি : যশোর শিশু হাসপাতাল থেকে নবজাতক চুরির চব্বিশ ঘন্টা পর আজ ৭ মার্চ সকাল সাড়ে এগারোটার দিকে শালিখার সীমাখালী বাজার থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। 

মামলার বাদী ও নবজাতকের পিতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মেহেদী হাসান জনি জানান – গত ২৭ ফেব্রুয়ারী কালীগঞ্জের কুইন্স হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এরপর শারিরিক অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় আমার বাচ্চার জন্য হাসপাতালের ৩য় তলায় ৩০৭ নাম্বার ওয়ার্ডেও ১ নাম্বার বেডে ঠিক করা হয়। গত ৬ মার্চ রবিবার দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার আগ মুর্হুতে আমার স্ত্রী আসমা বেগম তার মা তাসলিমা বেগমের কাছে রেখে বাথরুমে যান। এসে শোনেন বাচ্চা চুরি হয়ে গেছে। আমার শ্বাশুড়ীর ( তাসলিমা বেগম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন বোরখা পরা এক মহিলা এসে কথা বলে বাচ্চাটি কোলে নেন।

এসময় আমার শ্বাশুড়ী বিছানা গোছাচ্ছিলেন। এর এক ফাঁকে বাচ্চাটা নিয়ে চলে যায় ওই নারী। অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া না গেলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। হাসপাতাল কর্তৃ পক্ষ যশোর কতোয়ালী থানায় খবর দেন। পুলিশ হাসপাতালে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হন। এব্যপারে কতোয়ালী থানায় আমি একটা মামলা দায়ের করি।

শালিখা থানার ভারপ্্রাপ্ত অফিসার ইনর্চাজ মোঃ বিশারুল ইসলাম জানান- আজ ৭ মাচর্ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে সংবাদ পায় যে শতখালী গ্রামের লিয়াকত সর্দারের মেয়ে আকলিমা (২৭) এর নিকট এক মহিলা বাচ্চা রেখে দুধ খাওয়ানোর জন্য গরম পানি আনতে যায়। এরপর ওই মহিলা আর ফিরে আসেনি। এ সংবাদের ভিত্তিতে এ এসআই মোঃ তৌহিদসহ সঙ্গীয় র্ফোস নিয়ে সীমাখালী বাজার থেকে বাচ্চাটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে খবর নিয়ে জানাযায় হাসপাতাল থেকে চুরি হওয়া বাচ্চাই এটি। পরে বাচ্চাটি উদ্ধারের পর যশোর কতোয়ালী থানায় হস্থান্তর করা হয়েছে।

(ডিসি/এসপি/মার্চ ০৭, ২০২২)