মাগুরায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাগুরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাছির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা কমলমতি শিক্ষার্থীদের ছড়িয়ে দিতে পাঠ্য বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন।
(এমএল/এসপি/মার্চ ০৫, ২০২২)