১১তম গিনেস রেকর্ড গড়লেন মাগুরার ফয়সাল

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরার বিস্ময়কর তরুণ মাহামুদুল হাসান ফয়সাল ঘাড়ে ফুটবল ঘুরিয়ে নিজের ১১ তম গিনেস রেকর্ডটি গড়লেন । বৃহস্পতিবার রাতে গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৯ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল এর আগে ফুটবল নিয়ে বিভিন্ন দক্ষতা দেখিয়ে ১০ বার গিনেস রেকর্ড করেছেন ৷সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসী ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখা পড়া করছেন।
এবারে ঘাড়ের পিছন থেকে ৩০ সেকেন্ডে ৩৪ বার বল ছুড়ে হাত দিয়ে ধরে তিনি এ রেকর্ড করেন।
ফয়সাল জানান, ছোটবেলা থেকেই তার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিলো। নানা প্রতিবন্ধকতায় তা পারেনি সে। এরপর শুরু করে ফুটবল খেলা। খেলতে খেলতেই সে ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করে। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার।
তার স্বপ্ন, এরকম ২৫ টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। নিজের দেশের পতাকা বিশ্ব দরবারে ওড়ানোর ভাগ্য তার হয়েছে এতে সে খুব খুশি।
ফয়সালের বাবা সোহেল রানা বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ওর পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ফয়সালের এই রেকর্ড শুধু মাগুরা নয় দেশবাসীর জন্য অহংকারের। আমরা সবসময় তার পাশে আছি। ভবিষ্যতে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তত।
(এমএল/এসপি/মার্চ ০৫, ২০২২)