মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের খালিমপুর গ্রামে আজ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে পার্শ্ববর্তী বাল্য গ্রামের আনসার আলীর ছেলে।
সদর থানার এস আই মিলন হোসেন জানান, দুপুর ১ টার দিকে লালন মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের খালিমপুর এলাকায় একটি কাঠাল গাছে ডাল কাটতে উঠে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপরে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)