নওগাঁ প্রতিনিধি : গত তিন দিনের টানা বর্ষণে নওগাঁর বদলগাছী উপজেলার শত শত হেক্টর জমির ফসল তলিয়ে গেছে । মাঠ-ঘাটের চারিদিক পানিতে থৈ থৈ করছে। রোপা আমনের জমি, পটল, শিম, করলা, ঝিঙে, পুঁইশাক, লাল শাকসহ অন্যান্য ফসল তলিয়ে যাওয়ার ফলে বাজারে শাক-শব্জির দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে।

বদলগাছী সদরের নদীর পাড়ে গড়ে ওঠা নতুন কেন্দ্রীয় মন্দিরটি পানিতে তলিয়ে যাওয়ায় মন্দির কমিটির সদস্যরা দূর্গাপূজা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। ছোট যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যার ফলে নদীর দুইপার্শ্বের জমির ফসল নিয়ে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই নদীর আড়াইল বুড়িতলা, তেজাপাড়া ও দোনইল বাঁধের অবস্থা বেশ আশংকাজনক হয়ে পড়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে শত শত গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী বাঁধের আশংকাজনক স্থানগুলো পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীদেরকে সঙ্গে নিয়ে কিছু জায়গায় বালু ভর্তি বস্তা ফেলে নদী ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)