স্বর্গীয় অমূল্য রতন চক্রবর্তীর ২য় মৃত্যুবার্ষিকী
ডেস্ক রিপোর্ট : অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার৭১-এর মাগুরা জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মাগুরার শালিখা উপজেলা প্রতিনিধি ছড়াকার দীপক চক্রবর্তীর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও স্কুল শিক্ষক স্বর্গীয় অমূল্য রতন চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার নিজ বাসভবনে কৃষ্ণ পূজা, ভাগবত পাঠ, সুধী সমাবেশ, ধর্মীয় আলোচনা, নামসংর্কীতন-প্রার্থনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কৃষ্ণ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই ভাগবত পাঠ পরিবেশন করবেন এলাকার স্বনামধন্য ভাগবত পাঠক শ্রী তপন গোস্বামী। নাম সংর্কীতন পরিবেশন করবেন অর্জুন সম্প্রদায়ের শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস, দেবেন্দ্র নাথ মণ্ডল, ভবেন্দ্র নাথ বিশ্বাস, কালী দাস রায়, জগদীশ মণ্ডল প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করবেন শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস। সার্বিক আয়োজনে ও আশীর্বাদ প্রার্থনায় অরুন চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী, দীপক চক্রবর্তী ও স্বর্গীয়ের কন্যা-পুত্রবধূ ও নাতি-নাতনিরা।
(এনডি/সেপ্টেম্বর ২৩, ২০১৪)