দেশ চলছে একটি অনির্বাচিত সরকারের জুলুম-অত্যাচারে
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন দেশে কোনো গণতন্ত্র নেই। এখন দেশ চলছে একটি অনির্বাচিত সরকারের জুলুম-অত্যাচারে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক রহমান একাধিক প্রমাণ নিয়ে বলেছে জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি কিন্ত আওয়ামী লীগের নেতারা মিথ্যাচার করে সত্যকে আড়াল করতে চাইছে। সত্য কখনও আড়াল করা যায় না তার প্রমাণ রেখেছেন তাজউদ্দিন আহমেদের মেয়ে। তার বই পড়লে অনেক সত্য বের হয়ে আসবে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী। আওয়ামী লীগের মতো বিনা নির্বাচনে ক্ষমতায় যেতে চায় না।
(ওএস/এটি/এপ্রিল ২৫, ২০১৪)