দাগনভূঞায় ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর দাগনভূঞায় ডাকাতি ও ধর্ষণসহ ১৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস উদ্দিন আশিক (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর থেকে তাকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ।
আশিক দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিল পুর গ্রামের অহিদুল হক কানুর ছেলে।
দাগনভূঞা থানার ওসি মোঃ হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগরের যাত্রাবাড়ি এলাকায় দাগনভূঞা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় ডাকাতি ও ধর্ষণসহ ১৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে, আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
(এনকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২২)