কক্সবাজারে ওসি প্রদীপের ফাঁসি চেয়ে মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আবারও মানববন্ধন করেছে প্রদীপের হাতে নির্যাতিতদের পরিবারবর্গ।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা ২৫মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে টেকনাফের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। সেখানে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ফরিদুল মোস্তফা জানান, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।
(জেজে/এএস/জানুয়ারি ৩১, ২০২২)