ভাঙ্গায় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সরেজমিন ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, গতকাল শনিবার দিবাগত রাতে যে কোন সময় প্রতিমা ৩টি ভেঙ্গে ফেলে। দেখা যায়, সরস্বতী ও কার্তিক প্রতিমার মাথা ভাঙা, গনেশ প্রতিমার হাত ভাঙা, সরস্বতীর বাহন হাঁস ভাঙা। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা গুলো তৈরি করা হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসিম পাল বলেন, গত ৬ বছর যাবৎ আমরা শান্তিপূর্ণভাবে পূজা করে আসছি। কিন্তু এবছর এ অঘটন ঘটায় আমাদের মন ভেঙ্গে গেছে।
ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, ঘটনাটি দুঃখজনক। আমি আজ থেকেই এ মন্দিরের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক একজন গ্রাম পুলিশ নিয়োজিত করেছি।
(এডি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৪)