মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা সদরে শুক্রবার রাতে আরজান বিশ্বাস (৪৫) নামের এক গুড় ব্যবসায়ীকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের চেষ্টা করে।

তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত এক দুর্বৃত্তকে আটক করলেও রহস্যজনক কারনে পুলিশ তাকে ছেড়ে দেয়।

ঘটনার শিকার ব্যাবসায়ী আরজান বিশ্বাস বলেন, শ্রীপুর সদর থেকে ব্যবসায়ীক কাজ-কর্ম সেরে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি জোকা গ্রামে যাওয়ার পথে হরিন্দী আশ্রয়ন প্রকল্প সংলগ্ন ওয়াপদা খালের বটতলা এলাকার ফাঁকা জায়গায় পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা শ্রীপুর গ্রামের বিরু মিয়ার ছেলে জাহিদ মিয়ার নেতৃত্বে ৫-৬ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে তার উপর অতর্কিত হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দ্বারা পিটিয়ে তাকে জখম করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ব্যাবসায়ী আরজান ওই রাতেই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযুক্ত জাহিদ মিয়াকে শুক্রবার রাতে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে নয় এলাকায় সামাজিক দলাদলি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী আরজান বিশ্বাসের উপর আক্রমনের ঘটনা ঘটেছে । ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্ততে তাৎক্ষনিকভাবে জাহিদ মিয়াকে আটক করা হয়। পরে উভয় পক্ষের মিমাংসার ভিত্তিতে অভিযুক্ত জাহিদকে ছেড়ে দেয়া হয়

(ডিসি/এসসি/২১সেপ্টেম্বর২০১৪)