মাগুরায় জামায়াত-বিএনপির ২৪ নেতাকর্মী গ্রেফতার
মাগুরা প্রতিনিধি : হরতালে নাশকতার আশঙ্কায় মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের জেনারেল সেক্রেটারী মাওলানা মোঃ মিজানুর রহমানকে গ্রেফতারসহ গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জামায়াত-বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গতরাতে শ্রীপুরের নিজ বাড়ি থেকে শ্রীপুর উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সদরের হাজরাপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী গোলাম মোস্তফা, বগিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মহম্মদ আলী, পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী বদিয়ার মোল্যা, ১নং ওয়ার্ডের বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হাই, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল মুন্সী, শালিখার আড়পাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী রবিউল ইসলাম, শতখালি ইউনিয়ন বিএনপির সেক্রেটারী গফুর মোল্যাসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। তাছাড়া তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
(ডিসি/এনডি/সেপ্টেম্বর ২১, ২০১৪)