সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে মামলা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজিবপুরের মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন। ১৮ তারিখ মামলাটি রেকর্ড করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও নাটকীয়ভাবে গোপন রাখা হয়। শনিবার ২০ সেপ্টেম্বর অবশেষে প্রকাশ্য হয় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এদিকে মামলা রেকর্ডের ৩ দিন অতিবাহিত হলেও পুলিশসহ ঘুড়ে বেড়াচ্ছে প্রধান আসামী গোলাম কিবরিয়া। থানা মোড়ের চায়ের দোকানে দিব্বি চা খাচ্ছে। অথচ পুলিশ বলছে আসামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রৌমারী রাজিবপুরের সকল সাংবাদিক ও সর্বস্তরের মানুষের দাবি অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
(এসএমএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )