রৌমারী উপজেলা ইউপি সদস্য ফোরাম গঠন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলার ভিটাবাড়ি গ্রামে ইউপি সদস্য রবিউল ইসলামের বাড়িতে শনিবার সকালে উপজেলা ইউপি সদস্য ফোরাম গঠন করা হয়।
উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন সদস্য সদস্যা মধ্যে শ্রী পরেশ চন্দ্রকে সভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও শের আলীকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি জানান, দীর্ঘদিন ধরে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। এ অধিকার প্রতিষ্ঠার লক্ষে এ সংগঠন সৃষ্টি করা হয়।
(এসএমএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )