নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক পর্যায়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

ধামইরহাট মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতি, ধামইরহাট পৌরসভা ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির সহযোগিতায় অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতার মামুন। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। “শিক্ষার্থীর পরিপূর্ণ মেধা বিকাশে পুষ্টিই একমাত্র সহায়ক” এ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় ও বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় দল বিজয়ী ও একই বিদ্যালয়ের দলনেতা সোহানা মেহজাবিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )