মহেশখালীতে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালীতে সংবাদকর্মীদের ওপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে উপজেলা গোরকঘাটা-শাপলাপুর সড়কের রশিদ মিয়ার খামার বাড়ির পাশের ঢালুতে এ ঘটনা ঘটেছে।
আহতদের অভিযোগ, উপজেলার শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান গনির লোকজন ওই হামলা চালিয়েছে। ওসমান গনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন আমার বিরুদ্ধে এই অহেতুক অভিযোগ তা আমি জানিনা। তবে রাজনৈতিক কারণে আমাকে যারা সমস্যায় ফেলতে চায় তারা এটা করতে পারে। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমিও চাই প্রশাসন দ্রুত অপরাধীদের খুজে বের করুক। যদি আমি দোষি হই যে শাস্তিই দেবে মাথা পেতে নেব।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকালে মহেশখালী উপজেলা চত্বরে মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংবাদকর্মীরা ২৪ ঘন্টায় জড়িতদের গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের আল্টিমেটাম দেয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আহত আ ন ম হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং মামলার বাদী অভিযোগ করে বলেন, সম্প্রতি শাপলাপুর ইউনিয়নের বেশ কয়েকটি ঘটনার বিষয়ে ওসমান গনিকে নিয়ে সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। এ ঘটনায় সাংবাদিকদের ওপর ওসমান গনি ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষোভ থেকে ওসমান গনির নির্দেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছে।
তবে হামলার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ওসমান গনি বলেন, হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। এরপরও প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই বলেন, সন্ত্রাসীদের হামলার ঘটনায় মামলার এজাহার পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(জেএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)