প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিকের বাবা খুন
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে প্রেমিকাকে মোবাইল ফোন উপহার দেয়ায় প্রেমিকের বাবাকে খুন করল প্রেমিকার ভাই রাসেল। হামলার শিকার হওয়ার পর শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়ের বাবা আক্তার আহমদ (৫০)।
জানা যায়, মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আক্তার আহমদের ছেলে জিসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী গ্রামের নাছিরের মেয়ের সঙ্গে। সেই সুবাধে প্রেমিকাকে একটি মোবাইল উপহার দেয় জিসান। আর এতেই জিসানের পরিবারের উপর চড়াও হয় মেয়ের পরিবারের লোকজন। হামলা করে জিসানের মায়ের উপর। এরপরই মেয়ের ভাই রাসেল দ্বিতীয় দফা হামলা করলে গুরুতর আহত হন ছেলের বাবা আক্তার আহমদ (৫০)।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, প্রেমিকার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(cuএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)