বোয়ালমারীতে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ সভা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা চত্বরে শনিবার ময়না, হাটখোলারচর ও মীরেরচর গ্রামবাসির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮ দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতিতে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আকুল হোসেন মৃধা, ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, ব্যবসায়ী শামসুল হক মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সদস্য আবুল হাসেম মাষ্টার, মো. সোহরাব মৃধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জহুরুল হক, মো. ফজলুর রহমান, আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, গুনবহা ইউনিয়নের নদীয়ারচাঁদ গ্রামের একটি হত্যা মামলাকে কেন্দ্র করে ময়না ইউনিয়নের মীরেরচরের গ্রাম্য দলাদলিকে উসকানি দিতে হয়রানিমুলকভাবে মীরেরচরের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ চার ব্যক্তির নাম ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আমরা এই হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ কাজে সহযোগিতার জন্য মীরেরচরের আ. লীগ নেতা মো. রাশেদ মোল্যা ও হাটখোলারচর গ্রামের বাসিন্দা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নুর ইসলামকে (নুরু) দল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি। সভায় হয়রানির ঘটনার প্রতিবাদ করায় ইউপি সদস্য আকুল মৃধাকে প্রাণনাশ ও হত্যা মামলার আসামি করার হুমকির তীব্র নিন্দা জানানো হয়।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর পরমেশ্বরদী ইউনিয়নের একটি ফাঁকা মাঠ থেকে নদীয়ারচাঁদ গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে রাজীবের লাশ উদ্ধার করা হয়।পরদিন রাজীবের বাবা মো. দাউদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । পুলিশ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করে। তবে বাদীর লিখিত এজাহারে বিভিন্ন সময় রাজীবকে হত্যার হুমকিদাতা হিসেবে মীরেরচর গ্রামের ওই চার ব্যক্তির নাম রয়েছে। মীরেরচরের রাশেদ মোল্যা ওই হত্যা মামলার বাদি মো. দাউদ শেখের আপন মামা শ্বশুর। ইতিমধ্যে ওই হত্যাকান্ডের দায় ও পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে নিহতের ছোটভাই সজীব ।
(এসএমবি/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )