বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের স্টেশন সড়কে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালিত হয়েছে। এক ছাত্রকে কিল-ঘুষি দেওয়ার প্রতিবাদে ছাত্রটির সহপাঠিরা ওই কর্মসূচি পালন করে। বোয়ালমারী জর্জ একাডেমীর সহকারী শিক্ষক মহাসিন আলম গত বৃস্পতিবার ৮ম শ্রেণীর ছাত্র জুবায়ের হোসেনকে মারধর করেন।

এ ঘটনার বিচার দাবি করে ছাত্রের বাবা বিল্লাল হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে অভিযুক্ত শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই ছাত্র বেয়াদবি করেছে তাই মারধর করেছি। এ ছাড়া পূর্বেও তার বিরুদ্ধে শিক্ষার্থীদেও মারধর করার একাধিক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল ইসলাম বলেন, আমি বিদ্যালয়ের কাজে ঢাকায় আছি। এলাকায় ফিরে বিষয়টি দেখব।

(এসএমবি/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )