হবিগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ভেজাল পণ্য, ৪ দোকানীকে জরিমানা
তারেক হাবিব, হবিগঞ্জ : নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে হবিগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় দুই কসমেটিকসের দোকানসহ মোট ৪ দোকানে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে সুমন কসমেটিকসকে ২৫ হাজার টাকা, জান্নাত এন্টারপ্রাইজকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে হিমু ঢাকা ফুসকা হাউজকে ৪ হাজার, খাবারে ভেজাল এবং কেমিক্যাল ব্যবহার করায় হাবিব ড্রাইফুডকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মাসব্যাপী চলা হবিগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ভেজাল পণ্যের বিক্রিসহ আরও নানা অভিযোগ রয়েছে বলে আগত দর্শনার্থীরা জানান। অভিযানে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টীম সহায়তা করে।
(টিএইচ/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)