রিয়াজুল ইসলাম রিয়াজ'র ছড়া

সংকরায়ন
আগন্তুকরাই বড় লীগার
বিশাল মুজিব সেনা!
ঘাপটি মেরে লুটছে তারা
ত্যাগীদের গায়ে ঘৃণা।
শেখের বেটির কর্ম-মেধায়
বদলে যাচ্ছে দেশ,
মাঠের কর্মী যেমন-তেমন
সংকর আছে বেশ!
এসব কিছুর জন্য দায়ী
ঘরের কিছু নেতা,
যারা চিনেন অর্থ-সম্পদ
সালোয়ারের ফিতা!
'কি চেয়েছেন জাতির পিতা'?
'কি চান দলের প্রধান'?
-কোন কিছুর ধার না ধেরে
ব্যবসাই ওদের বিধান!
এমনি যদি চলে নৌকা
নয়া হালের পালে,
খুনী মুস্তাক তৈরী হয়ে-
ডুবাবে খালে-বিলে!
অতি মাত্রার সংকরায়নে
চেতনাদর্শ হারবে,
ভর দুপুরে ডুবলে তরী-
বিষাদ কড়া নাড়বে!
ব্যবসায়ীরা পালিয়ে বাঁচবে
অতিথিরা যাবে কেটে,
চেতনাধারী ও বঞ্চিতরাই-
পড়বে আসল বাটে!
কারো ভাগ্যে জেল জুলুম
কারো ললাটে মাইর,
সুবিদাভোগী-পুঁজিবাদীরা
সুযোগে দেশের বাহির!
এমন দৃশ্য দেখার আগেই-
নেতা স্যার'রা ভাবেন,
মুজিবাদর্শে ফিরবেন নাকি-
ফড়িং ধরেই খাবেন??