মাগুরা প্রতিনিধি : “সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শুক্রবার সকাল থেকে মাগুরায় ৪দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রফেসর ডা: এম এস আকবর এমপি।

শহরের কেশব মোড় এলাকায় উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-১০ মাগুরা কর অঞ্চল খুলনার উদ্যোগে সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর কমিশনার মো: গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আলী আকতার, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আনিসুর রহমান খোকন।

এছাড়ার জেলার সব্বোর্চ করদাতা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাসানুজ্জামান টিটু।

(ডিএস/এটিআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)