দুর্গাপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বৃহস্পতিবার উপজেলায় জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ও পিআরডিএর এর যৌথ উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর ডা. রমজান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপচেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ব্র্যাকের কোয়ালিটি কন্ট্রোল অফিসার আব্দুর রউফ,পিআরডিএস এস প্রজেক্ট ম্যানেজার রনজিত কুমার রায়,উপজেলা ম্যানেজার মুক্তারুল ইসলাম প্রমুখ। বিকেলে প্রেসক্লাব চত্বরে অগ্রগামী নাট্যগোষ্টি ম্যালেরিয়া বিষয়ক জারি গান পরিবেশন করেন।
উল্লেখ্য, বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতিবছর ২৫ এপিল অনুষ্ঠিত হয়ে আসছে। সাপ্তাহিক ছুটি থাকার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৪ এপ্রিল বৃহস্পতিবারঅনুষ্ঠিত হয়।
(এনএস/এএস/এপ্রিল ২৪, ২০১৪)