মহম্মদপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার সলিমের চর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে তৈয়ব (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শ্বশুর বাড়ির পাশের একটি কাঠাল গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তৈয়ব পার্শ্ববর্তী বনগ্রাম গ্রামের আজিম শেখের ছেলে।
নিহতের বড় ভাই ফিরোজ মিয়া জানান- ৩বছর আগে সলিমের চর এলাকার মনির মিয়ার মেয়ে মিরা বেগমের সাথে বিয়ে হয় তার ভাই তৈয়বের। সংসারের ছোটখাট ঘটনা নিয়ে ঝগড়া হওয়ায় কয়েকদিন আগে ভাইয়ের বৌ মিরা বাবার বাড়িতে চলে যায়।
গতকাল মঙ্গলবার মিরা বেগমের পরিবারের লোকজন তৈয়বকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ বুধবার সকালে এলাকাবাসি বাড়ির অদুরে একটি কাঠাল গাছে তৈয়বের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় যখমের চিহ্ন রয়েছে। তিনি তার ভাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনার পর মিরা বেগম ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান- নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)