দিলীপ চন্দ, ফরিদপুর : ৩ ডিসেম্বর ফরিদপুরে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বর্ণাঢ্য রেলি ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন প্রতিবন্ধীদের উন্নয়নে এ সরকার কাজ করছে। তিনি বলেন আমরা মুজিববর্ষে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ঘর ও জমি দিয়েছি। আগামীতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ফরিদপুরে প্রতিবন্ধীদের থাকার জন্য সুবর্ণ ভবন নামে একটা বহুতল ভবন প্রতিষ্ঠা হবে । তাতে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা বসবাস করতে পারবেন। এখানে তাদের জন্য লিফট হবে এবং রাম্প এর ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, বর্তমানে জেলায় ৩২৬৪০ জন প্রতিবন্ধীর মধ্যে ৩২০০০ প্রতিবন্ধী জনগোষ্ঠি নিয়মিত ভাতা পান বাকিদেরও ভাতার আওতায় আনা হবে এবং এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন আমাদের বাবা-মার অজ্ঞতার কারণে যেন কোন শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে না পারে সেদিকে তাদের খেয়াল রাখতে হবে।

তিনি প্রতিবন্ধীদের সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহবান করেন। এবং তাদের সাহায্যের জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এম এ সামাদ, সাংবাদিক পান্না বালা, প্রগ্রমার্স ইনচার্জ বিসিসি অলিউল্লাহ আহমেদ, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য রাখেন কুদ্দুস, মিলি আক্তার, রাশিদুল।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধী দিলীপ কুমার সরকার কে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সকল এনজিও।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)