সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খায়রুজ্জামান বাবু মোল্যা। 

ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, সোনাপুর ইউনিয়নকে মাদক মুক্ত, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত, একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এজন্য ইউনিয়নের সকল নাগরিকদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। জনগণ আমাকে যে ভালবাসা দিয়েছে আমি যেন তাদের সেই ভালবাসার মুল্যায়ন করতে পারি। আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয় বার আমি নির্বাচিত হয়েছি। আমি আশা করি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো।

রবিবার সকালে বাবু মোল্যা ইউনিয়নের মিনাজদিয়া এলাকায় ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

(এন/এসপি/নভেম্বর ২৮, ২০২১)