মধুখালীর কামালদিয়া ইউনিয়ন আ.লীগের চার নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : শনিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ফুটবল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্ল্যা, সহ-সভাপতি মীর ওয়াদুদ হোসেন ও আব্দুর রাজ্জাক মোল্যার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মো. আব্দুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নেতা অ্যাডভোকেট আলিউজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসলেহাতীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, কামালদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুল বাসার।
এ সময় বক্তব্য রাখেন পরিবারের পক্ষে আবুল কাশেম দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের পক্ষে সুখেন মজুমদার, শাজাহান মোল্যা, সাগির আহমেদ টোকন, সফিকুল ইসলাম, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে মো. দাউদ হোসেন, আলম মোল্যা, উপজেলা যুবলীগের মির্জা কালিমুল ইসলাম সুজন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক অনিক মোল্যা প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত ছাইয়ার রহমান নাদের এবং গীতা পাঠে অন্তর গুহ শুভ।
এ সময় স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাচু, পরিবেশ ও বন সম্পাদক ইউসুফ হোসেন মোল্যা, সহ-দফতর আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, সহ-সভাপতি মির্জা মোরাদ হোসেন, প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, কাউন্সিলর মির্জা আব্বাস, উপজেলা পূজা উদযাপন কমিরি সাধারণ সম্পাদক সুভাষ রায়সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ ্উপস্থিত ছিলেন।
(এম/এসপি/নভেম্বর ২৮, ২০২১)